বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সোবহান আলীর মৃত্যুদণ্ড
বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সোবহান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা বগুড়ার অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এই রায় দেন। এ সময় আসামি সোবহান আলী আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পদ্ম কুমার দেব এ তথ্য নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্ত সোবহান আলী বগুড়ার সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের বাসিন্দা।
পদ্ম কুমার দেব আরো জানান, ২০১২ সালের ১৮ নভেম্বর রাতে সোবহান আলী স্ত্রী রুমানা সুলতানাকে শ্বাসরোধ করে হত্যা করে পরদিন সকালে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে মরদেহ বাড়ির উঠানে ফেলে রাখে। এ ঘটনায় নিহত রুমার মা রোকেয়া বেগম বাদী হয়ে সোনাতলা থানায় সোবহানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামী সোবহান তাঁর কন্যা রুমার নিকট কিছু টাকা দাবি করেছিলেন। কিন্তু রুমা তাঁকে টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে রুমাকে হত্যা করে।
বগুড়া অফিস: