বগুড়ায় ৫০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
১২ আগস্ট শুক্রবার বগুড়ায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলো, বগুড়া সদরের শহরদীঘি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে হেলাল (৩৫) ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়াচাপর গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে রায়হান খান (৩৭)। জানা গেছে, বিকেলে দিকে শহরের সাতমাথা স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শুক্রবার দুপুরে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বগুড়া অফিস: