বগুড়ার শিবগঞ্জে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩ গ্রেপ্তার ৩

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার বাগিচাপাড়ায় ছাগলের পাতা খাওয়াকে কেন্দ্র করে পাশ্ববর্তী দুই বাড়ির লোকজনের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আহতদের অবস্থা অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন, বিহার বাগিচা পাড়ার মনির আকন্দের ছেলে মোফাজ্জল হোসেন (৫০), হান্নান আকন্দের দুই ছেলে রাব্বী (২৫), লিখন (২৩)।

এ খবর পেয়ে শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই) নাজমুল সঙ্গীয় ফোর্সসহ ঘটমানে গিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষোর সাথে জড়িত তিনজনক আটক করেন। তারা হলেন, রহিম উদ্দিনের ছেলে নূর ইসলাম, নূর ইসলামের ছেলে আশাদুল এবং শহীদ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, বিহার বাগিচা পাড়ায় সংঘর্ষের ঘটনায় অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেখানকার পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *