বগুড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মেলন: জাহাঙ্গীর আলম সভাপতি পুলক কুমার ভট্টাচার্য্য সাধারণ সম্পাদক

১১ আগষ্ট বৃহস্পতিবার বগুড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়। সম্মেলনে সমিতির সদর উপজেলা শাখার সভাপতি হিসেবে সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হিসেবে বগুড়া জুবলী ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক পুলক কুমার ভট্টাচার্য্য এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে উত্তরণ উচ্চ বিদ্যালয় নারুলীর সহকারী শিক্ষক মোস্তাক আহম্মেদ নির্বাচিত হয়েছেন।

সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সহ-সভাপতি টি জামান নিকেতা। সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাশিস কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আব্দুল আলীম এবং সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বাশিস বগুড়া জেলা শাখার সভাপতি ইকরাম হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাশিস বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক নূর রায়হান মুন। সম্মেলনে বগুড়া সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১‘শ জন শিক্ষক-শিক্ষিকা প্রাণবন্ত ভাবে অংশগ্রহণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *