তুরস্কের ইস্তাম্বুলে মেদেনিয়েত ইউনিভার্সিটির ‘জিরাত ব্যাংক লাইব্রেরি’তে রয়েছে ১০ লাখ বই!
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এর একটা বিখ্যাত উক্তি হলো- ‘আমাদের পূর্বপুরুষেরা বলেছেন, তরোবারীতে জয় করা দেশকে কলম দিয়ে ধরে রাখতে হবে।’ এই কথার নানামুখি তাৎপর্য রয়েছে। অতীত সময়ের নেতাদের প্রতি সম্মান জানিয়ে বর্তমান সময়ের নেতারা কি ধরণের কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেন সেটাও দেখার বিষয়। গত ১২ আগষ্ট শুক্রবার থেকে ১০ লাখ বই নিয়ে যাত্রা শুরু করেছে তুরস্কের বিখ্যাতনগরী ইস্তাম্বুল মেদেনিয়েত ইউনিভার্সিটির ‘জিরাত ব্যাংক লাইব্রেরি’।
৩ হাজার আসনের এই গ্রন্থাগারের অভ্যন্তরীণ সাজসজ্জা যে কাউকে বিমোহিত করবে। লাইব্রেরি’র পাঠক ও গবেষকদের লাইব্রেরিমুখি হতে প্রেরণা যোগাবে। প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, আধুনিক সব সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই গ্রন্থাগার নির্মাণে তুরস্কের মুদ্রায় ৯ কোটি ৩০ লাখ লিরা ব্যয় হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ কোটি ২৫ লাখ টাকা। নেটদুনিয়ায় এই সমৃদ্ধ উদ্যোগের তথ্যাবলী ঘুরছে। অনেকের বিশ্লেষণ করছেন- পূর্বের নেতাদের কথায় অন্তত: তুরস্কের বর্তমান নেতারা ঐতিহ্য রক্ষায় কাজ করছেন। অতীত এবং বর্তমানের মাঝে এক ধরণের সেতু তৈরীর চেষ্টা করছেন। নতুন প্রজন্মের মধ্যে বহুমাত্রিক গুণ তৈরীর লক্ষে কাজ করছেন। বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক লাইব্রেরিগুলোকে সমৃদ্ধ করা সম্ভব হলে এ দেশের নতুন প্রজন্ম নিজেদের বিশ্বদরবারে যোগ্য করে উপস্থাপন করতে সক্ষম হবেন।
অনলাইন ডেস্ক: