বগুড়ার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘স্কুল অভ দা হলি কুরআন’র ছাত্রী মুশতারি তুবা হিফজ শেষ করলেন
সফলতার ধারাবাহিকতায় আরো এক হাফেজা নক্ষত্র যুক্ত হলো ‘স্কুল অভ দা হলি কুরআন’ পরিবারে। বগুড়ার সুনামধন্য প্রতিষ্ঠান ‘স্কুল অভ দা হলি কুরআন’ এর আরো এক ছাত্রী পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করলেন। তার নাম: তাহসিনা মুশতারি তুবা, পিতা: আবু নোমান আনসারি, মাতা: তানজিবা বানু। তুবার বাবা একজন ব্যবসায়ী ও মা একজন শিক্ষিকা। তাহসিনা মুশতারি তুবা ‘স্কুল অভ দা হলি কুরআন’ এর অনাবাসিক ছাত্রী।
অত্যন্ত মেধাবী এই ছাত্রী জেনারেল শাখায় লেখা পড়ার পাশাপাশি পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করলেন। তাহসিনা মুশতারি তুবার জন্য শিক্ষক, শিক্ষিকা, সহপাঠি সবাই দোয়া করছেন। সকলের কামনা তুবাকে আল্লাহ যেন হাফেজ হওয়ার পাশাপাশি হক্কানি আলেমে দ্বীন হয়ে দেশ ও জাতির খেদমত করার তৌফিক দান করেন।