জয়পুরহাটে স্কুল পরিচালনা পরিষদ গঠনে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন: প্রধান শিক্ষকের অভিযোগ অস্বীকার

জয়পুরহাট সদর উপজেলার বড়তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদ গঠনে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়টির ছাত্র/ছাত্রী, অভিভাবকরা । ১০ আগষ্ট বুধবার বিকালে ওই বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ গ্রহন করেন বিদ্যালয়টির ছাত্র/ছাত্রী, অভিভাবকদের একটি অংশ ছাড়াও বিভিন্ন শ্রেনি পেশার ২ শতাধিক মানুষ। মানব বন্ধনে ব্ক্তৃতা করেন স্থানীয় পুরানাপৈল ইউপি সদস্য তারাজুল ইসলাম, অভিভাবক জাহাঙ্গীর আলম,  হেলাল হোসেন,  স্থানীয় গন্যমান্য ব্যাক্তি জবেদ আলী প্রমূখ।


বক্তারা অভিযোগ করেন, বড়তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের মেয়াদোর্ত্তীন হওয়ায় নিয়ম অনুযায়ী আগষ্টের প্রথম সপ্তাহের মধ্যে নতুন কমিটি নির্বাচিত করতে হবে। প্রধান শিক্ষক লুৎফর রহমান নতুন কমিটি নির্বাচনের লক্ষ্যে ব্যাপক অনিয়মসহ নানা তালবাহানা করে যাচ্ছেন, যাতে বিদ্যালযটির সাবেক সভাপতি পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকৎসহ প্রধান শিক্ষকের পছন্দের লোকরাই আবারো নির্বাচিত হতে পারেন। নির্বাচনী তফশিল ঘোষনা করলেও প্রধান শিক্ষক তার পছন্দের লোক ছাড়া কাউকেই মনোনয়ন পত্র দেননি।

মানববন্ধনে অংশ গ্রহনকারী অনেকে অভিযোগ করেন, তারা মনোনয়ন পত্র নিতে গেলেও তাদের দেওয়া হয়নি। এ ছাড়া নির্বাচনের সকল প্রক্রিয়া গোপন করে যাচ্ছেন প্রধান শিক্ষক। এ ব্যাপারে প্রধান শিক্ষক লুৎফর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “কেউ যদি অভিযোগ করেন তাহলে  আমার কি করার আছে। যা হচ্ছে প্রকাশ্যে, গোপন করা হচ্ছে না।” জয়পুরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  দিপক কুমার বনিক জানান,  “ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়া চলমান আছে। এ অবস্থায় কমিটির সদস্যের প্রতিটি পদের জন্য মাত্র ১ জন করে মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাই সমপরিমান মনোনয়ন পত্র পরেছে। অতিরিক্ত মনোনয়ন দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে, তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তদন্ত করা হবে, তার পরে কমিটির নির্বাচন হবে।”

অনলাইন ডেস্ক:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *