আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বগুড়ায় আলোচনা ও দোওয়া মাহফিল
বগুড়ার বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, ইতিহাসবিদ আব্দুর রহিম বগরা বলেছেন, আরাফাত রহমান কোকো ছিলেন ক্রিকেট অন্তপ্রাণ। তিনি বগুড়ায় শহীদ চাঁন্দু ক্রিকেট স্টেডিয়াম (ইন্টারন্যাশনাল ) প্রতিষ্ঠা করায় বগুড়ার গুরুত্ব বৃদ্ধি পায়। ইন্টারন্যাশনাল গেম চলার সময় বগুড়ায় খেলা দেখতে আসতো বিভিন্ন জেলার মানুষ। বিদেশি সাংবাদিকেরাও তুলে ধরতেন বগুড়াকে। আরও কিছুদিন সুযোগ পেলে আরাফাত রহমান কোকো দেশের ক্রীড়াঙ্গনকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতেন। আব্দুর রহিম বগরা ১৪ আগষ্ট রোববার বাদ জোহর বগুড়া শহরের মালতীনগর মাটির মসজিদ লেন সংলগ্ন একটি অন্ধ হাফেজি মাদ্রাসায় মরহুম কোকোর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা ও দোওয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনলাইন একটিভিস্ট রিমন হোসেন সনি ও নিশা হাসান সুমন এই অনুষ্ঠানের আয়োজক।
সনির সভাপতিত্বে এবং সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধাণ আলোচকের বক্তব্যে সাংবাদিক মহসিন রাজু বলেন, শহীদ জিয়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিদেশিদের আগমনের দরজা উন্মুক্ত করে দিয়েছিলেন। পাকিস্তান ক্রিকেট দলের ওপর চট্টগ্রামে সেসময় হামলার ঘটনাও ঘটে। আগাখান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সে সময় আগত বিদেশি খেলোয়াড়রা ছিলো বিশেষ আকর্ষন। খেলাধুলার উন্নয়নে জিয়াউর রহমানের সরকারি উদ্যোগ ও পৃষ্টপোষকতার কথা কেউ বলেও না জানেও না, অনুধাবনের চেষ্টাও কেউ করেনা। মহসিন রাজু বলেন, আরাফাত রহমান যে ক্রীড়া প্রেমিক, ক্রীড়া সংগঠক হয়েছেন সেটা আসলে তার রক্তের মধ্যেই ছিলো। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক ও অনলাইন একটিভিস্ট রাকিবুল হাসান শান্ত। সভাশেষে মরহুম কোকো ও জিয়া পরিবারের সদস্যের জন্য ও মুনাজাত করা হয়। পরে মাদ্রাসা পরিচালক, শিক্ষক ও ছাত্রদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।
বগুড়া অফিস: