জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ায় গুনাহার উপস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যসেবা প্রদান
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান কর্মসূচির অংশ হিসেবে ০৪নং গুনাহার ইউনিয়নে গুনাহার উপস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যসেবা দেয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামসুন্নাহার এর সভাপতিত্বে ৪ নম্বর গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান অতিথি জনাব নূর মোহাম্মদ আবু তাহের বিশেষ সেবা ক্যাম্পেইন উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই নম্বর ওয়ার্ডের সদস্য জনাব ইদ্রিস আলী ভুটন, প্যানেল চেয়ারম্যান-২ জনাব এম শাহীন আলম সদস্য ৫ নম্বর ওয়ার্ড, আট নম্বর ওয়ার্ডের সদস্য জনাব আব্দুর রহমান। ক্যাম্পিঙে ১৫ বছর থেকে তার উর্ধে সকল বিবাহিত নারীদের জরায়ুর মুখে ক্যান্সার এবং স্তনে ক্যান্সার আছে কিনা তা ফ্রী পরীক্ষা সহ চিকিৎসা প্রদান করেন। ক্যাম্পে উপস্থিত থেকে সেবা প্রদান করেন ডাক্তার নফিছা খাতুন, জুনিয়র কনসালটেন্ট গাইনি দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
ডাক্তার আনোয়ারা খাতুন মেডিকেল অফিসার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাহিমা খাতুন সিনিয়র স্টাফ নার্স, দিলরুবা নাজনীন সিনিয়র স্টাফ নার্স, স্মৃতি ইসলাম সিনিয়র স্টাফ নার্স মোছাঃ ফৌজিয়া ইসলাম ফার্মাসিস্ট, মোছাঃ আকতারা খাতুন সার্ভাইকাল ক্যান্সার ফিল্ড ট্রেনার জিয়াসমিন স্বাস্থ্য সহকারী কাজল রেখা ফার্মাসিস্ট হেল্থকেয়ার প্রোভাইডার, মোঃ ইউনুছ আলী স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ