ইসলামী ব্যাংকিং নিয়ে সমালোচনা ও গঠনমূলক মতামত উপস্থাপন জরুরী

আমি জনাব মোহাইমিন পাটোয়ারী কে চিনি তাঁর লেখালেখির সূত্র ধরে৷ ফেসবুকের বন্ধু তালিকায় থাকা যাদের লেখা কমবেশি মনোযোগ দিয়ে পড়ি তিনি তাঁদের একজন৷ সোসাল মিডিয়ায় বেশ সরব তিনি, ইতিমধ্যেই লিখেছেন বেশ কিছু বই৷ একজন পাঠক হিসেবে তার লেখা কিছু বই আমি পড়েছি৷ কম্পলিকেটেড বিষয়কে বোধগম্য উপস্থাপনে তার পারঙ্গম ক্ষমতা লক্ষণীয়৷ অর্থনীতি বিষয়ে তার উচ্চতর পড়াশোনা আছে বলেও জানি৷ তার লেখা “ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য” এবং “সুদ হারাম কর্জে হাসানা সমাধান” শীর্ষক বইগুলো বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে ৷

“ব্যক্তিগতভাবে কোন বই না পড়ে সে সম্পর্কে ঢালাও মন্তব্য করা গ্রহণযোগ্য মানস হতে পারে না”

সম্প্রতি তার লেখা নতুন বই “ইসলামী ব্যাংকব্যবস্থার শুভঙ্করের ফাঁকি” নিয়ে বহুল আলোচনা ও সমালোচনা হচ্ছে ৷ আমি ব্যক্তিগতভাবে কোন বই না পড়ে সে সম্পর্কে ঢালাও মন্তব্য করার বিপক্ষের মানুষ৷ তারপরও বইটির নামকরণের বিষয়টি আমাকে আহত করেছে বলেই এই প্রতিক্রিয়া লেখা ৷ এই নামকরণ দেশের সকল ইসলামী ব্যাংকিং এবং ইসলামি ব্যাংক ব্যবস্থার সাথে সম্পৃক্ত কমিউনিটিকে হেয় করে বলে আমার মনে হয়েছে৷ এমন চটকদার নামকরণ বাজারে তার বইয়ের ভালো বিক্রির জন্য সহায়ক হতে পারে কিন্তু তা ইসলামী ব্যাংক ব্যবস্থার জন্য কোন কল্যাণ বয়ে আনবে না বলেই আমার বিশ্বাস৷

“ইসলামী ব্যাংক কিংবা ইসলামী অর্থনীতি একটি সুস্পষ্ট কুরআনিক অর্ডার”

বিনয়ের সাথে লেখককে বলতে চাই, ইসলামী ব্যাংক কিংবা ইসলামী অর্থনীতি একটি সুস্পষ্ট কুরআনিক অর্ডার৷ এটা পরিপালন করতে গিয়ে কারও ব্যক্তিগত দুর্বলতার জন্য সামগ্রিক অর্থনীতিকে কাঠগড়ায় উঠানো সমীচীন নয় বরং এতে কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি৷ আপনার বইয়ের এমন চটকদার নামকরণ ইসলামী ব্যাংকিং এবং ইসলামী অর্থনীতির সাথে সম্পৃক্ত একদল ডেডিকেটেড কর্মী বাহিনীকে মর্মাহত করেছে যারা কিনা এই বাংলার জমিনে সুদী ব্যাংকিং ব্যবস্থার বিপরীতে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের যৌবনকে নিংড়ে দিয়েছেন৷ আপনি আর যাই লিখুন মানুষের আবেগ এবং তাদের ভালোবাসার জায়গায় কষাঘাত করা থেকে বিরত থাকুন৷ পরিশেষে বলবো ইসলামী ব্যাংকিং নিয়ে অবশ্যই সমালোচনা করুন কিন্তু তা যেন হয় গঠনমূলক ও সংশোধনের জন্য ৷ আপনার প্রকাশিতব্য নতুন বইয়ের জন্য শুভকামনা

জুয়েল মল্লিক, বগুড়া ৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *