সিরাজগঞ্জের বেলকুচিতে দীপ্ত চেতনা’র পরিচালকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও চারাগাছ বিতরণ অনুষ্ঠিত
দীপ্ত চেতনা বিকাশ কেন্দ্র’র আয়োজনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম আখতার-ই-আজম রঞ্জুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও চারাগাছ বিতরণ অনুষ্ঠিত হলো। আজ ১৫ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই নামক গ্রামে প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে এ অনুষ্ঠানটি হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের পিএইচ-ডি গবেষক ও কেন্দ্রের রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট ফেলো মীম মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য আলহাজ ফজলার রহমান তালুকদার। পবিত্র কুরআন থেকে তেলায়াত করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাউদা খাতুন আর সে অংশটুকুর বঙ্গানুবাদ করেন ২০২২ খ্রিস্টাব্দের এস.এস.সি. পরীক্ষার্থী উম্মে হাবিবা।
কেন্দ্রের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের তামাই শাখার সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহমুদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিশেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী এম. এ. মান্নান। বিশেষ অতিথি হিশেবে উপস্থিত ছিলেন কেন্দ্রের কো-চেয়ারম্যান জনাব এন. এ. সাইদা, কেন্দ্রের মরহুম পরিচালক আখতার-ই-আজম রঞ্জু মহোদয়ের সহধর্মিণী মিসেস সুফিয়া বেগম। জুম ক্লাউডে সংযুক্ত ছিলেন কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শারমীন আকতার। এসময় সেখানে উপস্থিত থেকে সৌজন্য বক্তব্য রাখেন সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান ও সানফ্লাওয়ার একাডেমীর প্রধান শিক্ষক শরীফুল ইসলাম। কেন্দ্রের শিক্ষার্থীদের পক্ষে দশম শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান বক্তব্য রাখেন। বক্তাগণ মরহুমের জীবনকর্ম ও কৃতিত্ব নিয়ে ভূয়সী প্রশংসা করেন। এবং উল্লেখ করেন যে, দীপ্ত চেতনা বিকাশ কেন্দ্রের একজন পিতৃতুল্য পরিচালক ছিলেন তিনি। অনুষ্ঠান শেষে কেন্দ্রের নিয়মিত প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি ফলজ আর একটি ফুলের চারাগাছ তুলে দেন গাজী এম. এ. মান্নান মহোদয়। উল্লেখ্য যে, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতবছরের ১৫ আগস্ট আখতার-ই-আজম রঞ্জু ইন্তেকাল করেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি: