রাজধানীর উত্তরায় ক্রেন থেকে ভায়াডাক্ট পড়ে দুই শিশুসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

স্বজনদের আহাজারী

রাজধানীর উত্তরার জসীমউদদীনে ঢাকা-ময়মনসিংহ রোডে বিআরটি প্রকল্পের কাজের সময় ক্রেন থেকে ভায়াডাক্ট পড়ে দুই শিশুসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন। ১৫ আগস্ট সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা একই পরিবারের রুবেল (৫০), ঝরনা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। আহতরা হলেন হৃদয় ও রিয়া। এক সপ্তাহ আগে বিয়ের পর নববধু রিয়াকে নিয়ে ফিরছিলেন তারা।

ভায়াডাক্ট এর নীচে ক্ষতিগ্রস্ত কারগাড়ি

ড্রাইভ করছিলেন বর হৃদয়ের বাবা রুবেল। ৫ ঘন্টা পরও নিহতদের উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন যে ক্রেন দিয়ে গার্ডার তোলার চেষ্টা হচ্ছিল তার উত্তোলন ক্ষমতা গার্ডারের ওজনের চেয়ে অনেক কম হওয়ায় ক্রেন উল্টে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

উত্তরা পশ্চিম থানার ওসি মো: মহসিন সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় হতাহতরা সবাই একটি বৌভাতের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।

জানা গেছে, শরীয়তপুর সদরের ঢালী বাজার এলাকার বাসিন্দা রিয়া মনির সাথে হৃদয়ের বিয়ে হয় গত শনিবার। আজ সোমবার রাজধানীর কাওলায় হৃদয়দের বাড়িতে ছিল বউভাতের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে রিয়ার বাবা মো: রুবেল গাড়ি চালিয়ে তাদের আশুলিয়ার খেজুরবাগানে রিয়াদের বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে। আহত হৃদয় ও রিয়ামনি এখন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা প্রতিনিধি:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *