ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার শূন্য আসনে ২০ অক্টোবরের মধ্যে উপনির্বাচন

মরহুম ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়ার শূন্যঘোষিত গাইবান্ধা-৫ আসনে আগামী ২০ অক্টোবরের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো: আতিয়ার রহমান। তিনি জানান, সংবিধান মোতাবেক জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়েছে গত ২৩ জুলাই। এদিন থেকে পরবর্তী ৯০ দিন বলতে ২০ অক্টোবর পর্যন্ত সময়কে বোঝায়। সেই অনুযায়ী আগামী ২০ অক্টোবরের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধতা রয়েছে। ফজলে রাব্বী মিয়া একাধারে নয় মাস ক্যানসারে ভুগে অবশেষে গত ২২ জুলাই দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে ইন্তেকাল করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *