এডুকেশন এন্ড মোরাল ডেভেলপমেন্ট ক্লাবের সহযোগিতায় সাদুরিয়া মাদ্রাসায় রক্তদান কর্মসূচি
স্বেচ্ছাসেবি সংগঠন এডুকেশন এন্ড মোরাল ডেভেলপমেন্ট ক্লাবের সহযোগিতায় বগুড়ার শিবগঞ্জ সাদুরিয়া রহমানিয়া আলীম মাদ্রাসায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয। সমাজসেবা সংগঠনটি ১৭আগষ্ট বুধবার উপজেলার িউক্ত মাদ্রাসায় শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারিদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান উদ্বুদ্ধকরণ কর্মসুচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন সাদুরিয়া রহমানিয়া আলীম মাদ্রাসার সম্মানিয় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রুকছানা আক্তার বুলবুল, মোঃ নুজবুল্যাহ, বেলাল হোসেন, রবিউল ইসলাম, আরিফুল ইসলাম, আব্দুস সালাম, জুলফিকার আলী, সাইদুর রহমানসহ প্রমুখ। কর্মসুচির সার্বিক পরিচালনায় ছিলেন, স্বেচ্ছায় রক্তদান ও সমাজসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আশিক ইসলাম, সহযোগি মোঃ জুবো ইসলাম ও মোঃ রাকিবুল ইসলাম। এছাড়াও শিবগঞ্জ উপজেলার বড়াইল বাকসন দাখিল মাদ্রাসা, শোলাগাড়ী শাহ লষ্কর দাখিল মাদ্রাসা, শোলাগাড়ী উচ্চ বিদ্যালয় ও পাতাইর ধুলাঝাড়া দাখিল মাদ্রাসায় এ কর্মসুচি পালিত হয়েছে।
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: