জাতীয় শোক দিবসে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট সোমবার দুপুরে প্রতিষ্ঠানের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে শোক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন প্রভাষক কাজী মঞ্জুরুল হক, প্রভাষক কাওছারীন খাতুন, প্রভাষক শহিদুল ইসলাম, প্রভাষক সালাউদ্দিন আহম্মেদ, সিনিয়র শিক্ষক ফেরদৌস আলম, কলেজ শাখা ইনচার্জ আবু সুফিয়ান, স্কুল শাখার ইনচার্জ তাজুল ইসলাম, আল আমিন, এনামুল জাহিদ তিতাস প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশে একটি কালো অধ্যায়ের সুচনা করা হয়েছিল। যিনি দেশে এসে হাল ধরেছিলেন এই বাঙালী জাতির। বাঙালী জাতির মহানায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যা করে দেশ আবার পাকিস্তান বানানোর পায়তারা করেছিল রাজাকার আলবদর ও তাদের দোসররা। কিন্তু বঙ্গবন্ধু প্রেমি মানুষ সেই সুচনাকে নস্যাৎ করে দিয়েছিল। দেশে ফিরিয়ে এনেছিল বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে। কিন্তু আজকের বাংলাদেশ বিশে^র বুকে উন্নয়নের রোল মডেল। যারা এদেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলত তারাই এখন বাহবা দিচ্ছে শেখ হাসিনার নেতৃত্বকে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নত দেশের কাতারের দিকে। আগামী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে উপহার দিবেন জননেত্রী শেখ হাসিনা। আমাদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু আদর্শকে ধারণ করে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বগুড়া অফিস: