জয়পুরহাটে সৃজনী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত: দোয়া আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী
১৫ আগষ্ট জয়পুরহাটে সৃজনী উচ্চ বিদ্যালয় এর আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়। সৃজনী বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভাও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সৃজনী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৃজনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও জয়পুরহাট জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. মিসেস ফিরোজা চৌধুরী পিপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৃজনীর প্রেসিডিয়াম সদস্য ডাঃ আব্দুল ওহাব ফারুখ, সদস্য রোজী বেগম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের সহকারি শিক্ষক রেজোয়ান হোসেন, রবিউল ইসলাম, মোমিন আহমেদ, আজহারুল ইসলাম, সোহেল রানা প্রমুখ। শেষে কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার দেওয়া হয়। খবর বিজ্ঞপ্তির।