পাঁচবিবিতে বসত বাড়ী ফিরে পেতে ২২টি পরিবারের মানববন্ধন: উচ্ছেদের ষড়যন্ত্র থেকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
দীর্ঘ ২২ বছর যাবৎ নিজেদের জমির খাজনা-খারিজ দেওয়ার পরেও নিজেদের সম্পতি নিলামে বিক্রির প্রতিবাদ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকায় ২২টি পরিবারের প্রায় শতাধিক নারী-পুরুষ মানববন্ধন করেছেন। ১৬আগষ্ট মঙ্গলবার দুপুরে হিলি-জয়পুরহাট সড়কের ভীমপুর এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন ভুক্তভোগী ২২টি পরিবারের সদস্যবৃন্দ।
মানববন্ধন চলাকালীন সময়ে ভুক্তভোগী হাবিবুর রহমান, আঃ রহিম বুলু, জসিম উদ্দিন মন্ডল ও ইসরাইল শেখসহ তাঁদের পরিবারের সদস্যরা বলেন, ২০০১ সালে স্থানীয় জসিম উদ্দিন নামে এক ব্যাক্তির কাছ থেকে পর্যায়ক্রমে জমি ক্রয় করেন ভুক্তভোগী ২২টি পরিবার। জমি ক্রয়ের পর থেকে খাজনা খারিজ পরিশোধসহ পরিবার নিয়ে বসবাস করছেন। হঠাৎ করে কিছুদিন আগে আমাদের সম্পত্তি আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করা হয়, যা আমরা কেউ জানিনা। একারণে এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবিতে আমরা স্ত্রী সন্তানসহ সবাইকে সাথে নিয়ে নিজেদের বসত ভিটা রক্ষার দাবিতে এই মানববন্ধন করেছি। আমাদের উচ্ছেদের পায়তারার ষড়যন্ত্র থেকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
পাঁচবিবি প্রতিনিধিঃ