২০০৫ সালে দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে জয়পুরহাটে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। ১৭ আগষ্ট বুধবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট পাচুর মোড়ে এসে শেষ। পরে সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে বক্তব্য সমাবেশে রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।
বিক্ষোভ মিছিলে জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম হক্কানি, মোমিন আহমেদ চৌধুরী, নৃপেন্দনাথ মন্ডল,সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, যুব ও ক্রিড়া সম্পাদক অ্যাডভোকেট এম এ হাই, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজাসহ আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনলাইন ডেস্ক: