জয়পুরহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে নেতাকর্মীরা। পরে শহরের চিনিকল সড়ক থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সামনে শেষ হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মমিন খন্দকার ডালিম, সদস্য সচিব শামস মতিন প্রমুখ।
অনলাইন ডেস্ক: