আক্কেলপুরে বাজাজ মোটরসাইকেলের বৃহৎ শো-রুমের উদ্বোধন: সর্বোচ্চ গ্রাহকসেবা প্রদানের অঙ্গিকার
আক্কেলপুরে উত্তরা মটরসের বাজাজ মোটর সাইকেল জোহান মোটরসাইকেলের শো-রুমের উদ্বোধন করা হয়েছে। ২২ আগস্ট সোমবার দুপুরে পৌরশহরের পুরাতন বাজারে জরুহুল কমপ্লক্সে এই মোটরসাইকলের ফিতা ও কেক কেটে শো-রুমের উদ্বোধন করেন পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী। এ সময় উত্তরা মটরসের এজিএম মার্কেটিং আফজাল হোসেন, বগুড়া শাখা প্রধান এজিএম এস, এন পাল, জোনাল ইঞ্জিনিয়ার জাফর মাহমুদ, এক্সিকিউটিভ নিসাজ ইমরান, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রহিম স্বাধীন, বাংলাদেশ স্কাউটস্ এর আক্কেলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা ও উত্তরা মটরসের অনুমোদিত ডিলার জোহান মোটরসের মালিক জহুরুল ইসলামসহ তিন শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জোহান মোটরসের মালিক জহুরুল ইসলাম বলেন, আমি উত্তরা মোটরসের অনুমোদিত ডিলার। এটি জয়পুরহাট জেলার সবচেয়ে বড় মোটরসাইকেল শো-রুম। এখানে বাজাজ কোম্পানির সব ধরণের মোটরসাইকেল রয়েছে। প্রথম দিনে বাজাজ কোম্পানির পালসার, ডিসকোভার প্ল্যাটিনাসহ মোট ২৬টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী বলেন, আক্কেলপুর একটি এতিহ্যবাহী উপজেলা। এখানে মোটরসাইকেলের শো-রুম ছিল না। এখানকার লোকজন জয়পুরহাট, বগুড়া, নওগাঁ ও পত্নীতলায় গিয়ে মোটরসাইকেল কিনতেন। এতে সময় ও অর্থ দুটোই ব্যয় হতো। ঝুকিও ছিল। আজকে জোহান মোটরস উদ্বোধনের মাধ্যমে আমাদের সেটি লাঘব হলো। এখানকার নাগরিক সমাজ গ্রহণযোগ্য সেবা পাবেন বলে আমরা আশা করি।
আক্কেলপুর প্রতিনিধি: