জয়পুরহাটে জন্মাষ্টমী উদযাপন: প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি
জয়পুরহাটে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় শিব মন্দির চত্বও থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে কেন্দ্রীয় শিব মন্দির চত্বরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য নৃপেন্দনাথ মন্ডল, জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. ঋষিকেস সরকার, সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা প্রমুখ।
অনলাইন ডেস্ক: