কালাইয়ে পল্লী সমাজের উদ্যোগে পুরুষদের গ্রামীণ বৈঠক: বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা

কালাই উপজেলায় কালাই পৌরসভার ৫নং ওয়ার্ড আওড়া গ্রামে ৩নং পল্লী সমাজের পুরুষ দলের গ্রামীণ বৈঠক অনুষ্ঠিত হযয়েছে। উক্ত বৈঠকে আওড়া পল্লী সমাজের ১৮জন পুরুষ সদস্য উপস্থিত ছিলেন। পল্লী সমাজেরর অর্থ ব্যবস্থাপক মোহাম্মদ আওলাদ হোসেন এর সভাপতিত্বে এবং অফিসার সেলপ খাদিজা খাতুন এর সহযোগিতায় দুই ঘণ্টাব্যাপী উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা হয়। সমাজ থেকে বাল্যবিয়ে দূরীকরণের বিভিন্ন পদক্ষেপ উপায় সম্পর্কে মতামত দেন উপস্থিত সদস্যগণ।

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিয়ে প্রতিরোধে তারা কর্মপরিকল্পনা তৈরি করেন প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে তাদের পরিবারকে বাল্যবিয়ের সহিংসতামুক্ত রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। উক্ত বৈঠকে জেন্ডার বৈষম্য নিয়ে আলোচনা হয় সেখানে প্রত্যেক সদস্য নিজ নিজ পরিবারকে বৈষম্যমুক্ত রাখার প্রতিজ্ঞা করেন। ছেলে ও মেয়ে শিশুকে সম অধিকার সমান সুযোগ-সুবিধা পরিবার থেকে প্রদানের সিদ্ধান্ত নেন এবং সমাজ থেকে নারী ও পুরুষের বৈষম্য দূরীকরণে পদক্ষেপ গ্রহণ করেন উক্ত গ্রামের বৈঠকে পরামর্শদাতা হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের কমিশনার মোঃ মোস্তাক আহমেদ। তিনি বলেন এমন মিটিং এর আয়োজন পুরুষদের মধ্যে ইতিবাচক। পুরুষতন্ত্রের ধারণা এবং সমাজ থেকে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিয়ে প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করবে। বিকাল তিনটা থেকে শুরু হয়ে পাঁচটা পর্যন্ত একটানা আলোচনা হয়।

কালাই প্রতিনিধি:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *