পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

পার্বতীপুর উপজেলার মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আই সি টি কক্ষে ২১ আগষ্ট রবিবার দুপুর ১২ টায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মিসেস মাহফুজা বেগম। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধি নিশ্চিত করনে মা দের ভুমিকা বাল্য বিবাহ রোধ স্বাস্থ্য সচেতনতা বোধ  পরিচ্ছন্নতা  শতভাগ স্কুল  ইউনিফর্ম  ঝরে পড়া রোধ  বিদ্যালয় বিমুখ শিক্ষার্থীদের বিদ্যালয় গামী করা  শিখন ঘাটতি পুরনে করনীয় সহ নানাবিধ বিষয় নিয়ে  মত বিনিময়  অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেন পাঁচ পুকুুরিয়া কারিতাস মিশন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রীমতি চারুবালা তিগ্যা। মা অভিভাবক শাহানাজ বেগম সুমি বেগম সুলতানা আরফিনা খাতুন৷ স্বাগত আমন্ত্রিত অথিতী৷  স্বাস্থ্য বিভাগের পরিদর্শক মোছাঃ সৈয়দা মোর্সেদা বেগম। সংশ্লিষ্ট শিক্ষক মেহেনাজ সম্পা শিক্ষক ইকবাল আহমেদ প্রমুখ। প্রধান শিক্ষক  খন্দকার হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন- একমাত্র মা দের প্রচেষ্টায় সন্তানের উজ্জীবিত ভবিষ্যৎ জীবন গঠনের পথ প্রদর্শক  তাই প্রতিটি সন্তান কে ফুলের বাগানের মত পরিচর্যার মাধ্যমে সুরভিত ফুলে পরিনত করতে হবে।  কারণ মায়ের শিক্ষাই সন্তানের  ভবিষ্যৎ। উপবৃত্তির টাকা প্রাপ্তীতে নগদ এর বিড়ম্বনা নিয়ে অভিভাবক গন বিস্তর অভিযোগ উপস্থাপন করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *