বগুড়ায় হত্যা মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার
বগুড়ায় হত্যা মামলার আসামি ও বালু ব্যবসায়ী আখের আলীর (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। আখের আলী বগুড়া সদরের সাবগ্রাম চান্দপাড়া গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে। তার বিরুদ্ধে আপন বড় ভাই রাশেদ, যুবলীগ নেতা মানিক ও বালু ব্যবসায়ী সবুজ হত্যা, ছিনতাই, ডাকাতিসহ আরো সাত-আটটি মামলা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ সময় ক্ষেতের পাশের একটি জঙ্গল থেকে একটি কালো রঙের পালসার মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ।
জানা গেছে, আখের সরাসরি রাজনীতি না করলেও সরকারি দলের নেতাদের সাথে চলাফেরা করতেন। এক সময় তিনি শ্রমিক লীগ সাতমাথা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার ও বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবলীগ নেতা মানিক ও বালু ব্যবসায়ী সবুজ হত্যা মামলার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি নিজের বড় ভাই রাশেদের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে ভাবীকে বিয়ে করতে ভাইকে খুন করেন বলেও অভিযোগ রয়েছে। রোববার সন্ধ্যার পর ফনির মোড় এলাকার বাপ্পী নামের এক বালু ব্যবসায়ীর মোটরসাইকেল চেয়ে নেন আখের আলী। লাশ উদ্ধারের পর সেই মোটরসাইকেলটিও উদ্ধার করে পুলিশ।