কালাইয়ে বাল্যবিয়ে প্রতিরোধে তথ্য কার্ড বিতরন
কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের কুসুমসাড়া গ্রামে পল্লী সমাজের উদ্যোগে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের মাঝে তথ্য কার্ড বিতরণ করা হয়। কুসুম সারা গ্রামের ১৩থেকে ১৭ বছর বয়সী প্রায় ৩০ জন কিশোরীদের মাঝে তথ্য কার্ড বিতরণ করা হয়। উক্ত তথ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার। ব্র্যাক জেলা সমন্বয়কারী মোহাম্মদ আরিফুল ইসলাম, জেলা ব্যবস্থাপক সেলফ মোঃ কায়েম উদ্দিন, শিক্ষক শুভঙ্কর চন্দ্র মন্ডল, সমাজ সেবক বীরেন্দ্রনাথ চন্দ্র বর্মন, বিএফ সুলতান মাহমুদ, মোহাম্মদ লুৎফর রহমান, সুদেব চন্দ্র শ্রীকৃষ্ণ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি। উপজেলা নির্বাহি অফিসার মহোদয় বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উক্ত তথ্য কার্ডে একজন কিশোরির রিয়েল নাম মাতার নাম পিতার নামার গ্রাম জন্মতারিখ ১৮ বছর পূর্ণ হওয়ার তারিখ, উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নম্বর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল নম্বর, জাতীয় হেল্পলাইন নম্বর উল্লেখ আছে তথ্য কার্ড বিতরণ শেষে ২ নং কুসুম ছাড়া পল্লী সমাজের সভাপতি মোছাম্মদ রোজিনা বেগম এর নেতৃত্বে কার্ড প্রাপ্ত সকল কিশোরী আঠারোর আগে বিয়ে নয় এই মর্মে এবং বাল্যবিয়ে প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন স্লোগান দেন।। অনুষ্ঠানটি উপস্থাপনা এবং পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন খাতিজা খাতুন অফিসার সেলফ কালাই জয়পুরহাট।
কালাই প্রতিনিধি: