খুনি চক্র নৈরাজ্য-সন্ত্রাস করলে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বগুড়ায় শোক সমাবেশে- এসএম কামাল

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা এসএম কামাল হোসেন বলেছেন, পঁচাত্তরের ঘাতক ও ২১ আগস্টের খুনিরা এখনো তৎপর। আবার তারা ষড়যন্ত্র শুরু করেছে। এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা যেখানেই নৈরাজ্য-সন্ত্রাস করবে সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ-প্রতিরোধ করতে হবে। ২৪ আগস্ট বুধবার বিকেলে বগুড়া শহরের সাতমাথা মুজিব মঞ্চে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসএম কামাল হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, পরাজিত শক্তির এসব ভালো লাগছে না। তাই তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত করছে। এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

যেখানেই নৈরাজ্য-সন্ত্রাস করবে সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ-প্রতিরোধ করতে হবে

তিনি আরও বলেন, বিএনপি হচ্ছে ষড়যন্ত্র, অপপ্রচার, জঙ্গিবাদ, খুনিদের দল। জনবিচ্ছিন্ন এই দল সব সময় অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত থাকে। তারা কখনই ষড়যন্ত্র করে সফল হয়নি। তাদের সব ষড়যন্ত্র রুখে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবে। তবে দলের সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে এক কাতারে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। তিনি বলেন, আজকে জনগণ বিনামূল্যে ভ্যাকসিন পেয়েছে, আজকে বাংলাদেশের ৫২টি উপজেলায় গৃহহীন নাই ও ভূমিহীন নাই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আজকে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হচ্ছে, কর্ণফুলী টানেল হচ্ছে, ১০০টি অর্থনৈতিক জোন হয়েছে, সমুদ্র বিজয় হয়েছে, বাংলাদেশ পারমাণবিক বিশ্বে প্রবেশ করেছে, সীমান্ত চুক্তি হয়েছে, ছিট মহল চুক্তি হয়েছে। এসব সম্ভব হয়েছে শেখ হাসিনার সততা, সাহসিকতা, দেশ প্রেম, সঠিক সময় সঠিক সিদ্ধান্তের কারণে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এমপি অধ্যাপক মেরিনা জাহান কবিতা। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা ড. মকবুল হোসেন, টি জামান নিকেতা, এ্যাড. রেজাউল করিম মন্টু, প্রদীপ কুমার রায়, একেএম আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, এ্যাড. জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, এ্যাড. তবিবুর রহমান তবি, সুলতান মাহমুদ খান রনি, আব্দুল্লাহ আল রাজী জুয়েল, নাসরিন রহমান সীমা, বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, রফি নেওয়াজ খান রবিন, ওবায়দুল হাসান ববি, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, এসএম শাহজাহান, খালেকুজ্জামান রাজা, আতিকুর রহমান দুলু, তৌহিদুল করিম কল্লোল, খাদিজা খাতুন শেফালি, রোমানা আজিজি রিংকি, আলমগীর হোসেন স্বপন, কামরুল হুদা উজ্জ্বল, গৌতম কুমার দাস, শুভাশীষ পোদ্দার লিটন, আলমগীর বাদশা, মনজুরুল হক মঞ্জু, হেফাজত আরা মীরা, কামরুল মোর্শেদ আপেল, এ্যাড. লাইজিন আরা লিনা, সাবরিনা পিংকি, ডালিয়া নাসরিন রিক্তা, রাকিব উদ্দিন প্রাং সিজার, রাশেকুজ্জামান রাজন, প্রমূখ। এসময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বগুড়া অফিস: 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *