শিবগঞ্জের কিচকে আগামী ২৯ তারিখ বিএনপির প্রতিবাদ সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলা‌দেশ জাতীয়তাবাদীদল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জ্বালানী তেল, পরিবহন ভাড়া সহ প্রতিটি দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যার প্রতিবাদে ‌কিচক ইউ‌নিয়ন বি‌এন‌পির উ‌দ্যো‌গে আগামী ২৯/০৮/২০২২ তা‌রিখ কিচক বন্দ‌রে বিশাল প্র‌তিবাদ বি‌ক্ষোভ সমা‌বেশ সফল করার ল‌ক্ষ্যে আজ বুধবার সন্ধ্যায় এক প্রস্তু‌তি সভা অনু‌ষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএন‌পির সংগ্রামী সাধারণ সম্পাদক, সা‌বেক কাউ‌ন্সিলর জনাব এএসএম তাজুল ইসলাম। কিচক ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি মোঃ মাহবুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে এবং দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক মোঃ মোহ‌সিন আলীর সা‌র্বিক প‌রিচালনায় অনুষ্ঠা‌নে আ‌রো বক্তব্য রা‌খেন উপ‌জেলা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক মাষ্ঠার হারুনুর র‌শিদ, কিচক ইউ‌নিয়ন বিএন‌পির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল আ‌লিম, বিএন‌পি নেতা রাব্বীন হো‌সেন, ই‌ঞ্জিঃ ইমরান হো‌সেন ফরহাদ, মমতাজ উ‌দ্দিন,নুর আলমসহ স্থানীয় ৯ ‌টি ওয়াড এর সভাপ‌তি, সাধারণ সম্পদক ও যুবদল,ছাত্রদল, স্বেচ্ছা‌সেবকদল, ম‌হিলাদল,কৃষকদলসহ বি‌ভিন্ন নেতৃবৃন্দ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *