দীর্ঘ ১১ বছর পর আদালতের রায় : পাঁচবিবিতে বিবাদী আবু বক্করের জমির মালিকানা উদ্ধার

পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর ( বন্ধনপাড়া) গ্রামের ৪৯ শতাংশ (পুকুর) জমি ২৫ আগষ্ট বৃহস্পতিবার আদালতের রায়ে ঢোল শহরতের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। জমির মালিকানা ফিরে পেল বিবাদীগণ। মামলার বিবরণে জানা যায়, উপজেলার বীরনগর (বন্ধনপাড়া) গ্রামের আদিবাসী মুকুন্দ মাহাতোর ৪৯ শতাংশ জমি শরিকানা সম্পত্তি দাবি করে ভোগ দখল করে খাচ্ছিল সাইদুল গং। এমতাবস্থায় প্রকৃত জমির মালিক আদিবাসী মুকুন্দ মাহাতোর নিকট থেকে ১৯৮২ সালে ক্রয় করে জমির মালিকানা দাবি করে বালিঘাটা গ্রামের মৃত আবু বক্কর (টি টি আর)। তার এই মালিকানা দাবি করার কারণে সাইদুল গং ২০০৬ সালে আবু বক্করসহ ২৭ জনকে বিবাদী করে জয়পুরহাট সরকারি জজ কোর্ট আদালতে ( বন্ঠন) সিভিল মামলা দায়ের করে। মামলা নং ২৭। মামলাটি দীর্ঘ ১১ বছর ধরে আদালতে বিচারাধীন ছিল। বিগত ২০১৭ সালের নভেম্বর মাসের ৮ তারিখে উক্ত আদালতের বিজ্ঞ বিচারক মনিরুল ইসলাম সরকার উভয় পক্ষের দলিলপত্র যাচাই বাছাই অন্তে বিবাদী আবু বক্করের পক্ষে রায় প্রদান করেন। আদালতের নির্দেশে ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার বেলা ১১ টায় সহকারি জজ কোর্টের সেরেস্তা ও পাঁচবিবি থানার এস আই বুলবুল হোসেন পুলিশ ফোর্সসহ বীরনগর গ্রামে উপস্থিত হয়ে উক্ত সম্পত্তিতে লাল ঝান্ডি টাঙ্গিয়ে ঢোল বাজিয়ে দখল মুক্ত করে বিবাদীপক্ষকে বুঝিয়ে দেন।

পাঁচবিবি প্রতিনিধি:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *