দৈনিক করতোয়ার ৪৭ বছরে পদার্পণ উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা: ভুঁইফোর ও হলুদ সাংবাদিকরা জাতির জন্য ক্ষতিকর

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম

“আরো এগিয়ে যাওয়ার প্রত্যয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তরবঙ্গের পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক করতোয়ার ৪৭বছর পদার্পণ উপলক্ষে ২৪ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক করতোয়া’র জয়পুরহাট জেলা প্রতিনিধি মোস্তাকিম ফাররুখ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ নূরে আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র জনাব মুস্তাফিজুর রহমান মোস্তাক।

উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মায়ের আঁচল সম্পাদক এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি, সাবেক সাধারণ সম্পাদক নন্দকিশোর আগরওয়ালা, সহ সভাপতি সাহাদুল ইসলাম সাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সহ সভাপতি আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে জয়পুরহাট প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ  বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভুঁইফোর ও হলুদ সাংবাদিকরা জাতির কল্যাণে কাজ করতে পারে না বরং তারা সমাজে কষ্ট, বিভক্তি ও বিরুক্তিকর ক্ষতের সৃষ্টি করে। আমি এ সব অবৈধ ও অপসাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। তিনি বলেন, সাংবাদিকরা আন্তরিক চেষ্টা করলে তারা সমাজ ও রাষ্ট্রের বহুমাত্রিক উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখতে পারেন। দায়িত্বশীল সাংবাদিকগণ সমাজ ও রাষ্ট্রের জন্য সব সময় গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জয়পুরহাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ বাহিনী আন্তরিক চেষ্টা করবে এ ক্ষেত্রে আমরা সাংবাদিকদের সহযোগিতা কামনা করি।

মো: আবু মুসা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *