জয়পুরহাটে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক গ্রেফতার
জয়পুরহাটের তেতুলতলীতে ৩য় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত দুই শিক্ষক হলেন, সদর উপজেলার বুজরুক ভারুনিয়া দাখিল মাদ্রাসার কারি শিক্ষক রেজাউল করিম (৫৫) ও ইবেতেদায়ী মওলানা তহিদুল ইসলাম।
মামলার বিবরণে জানা গেছে, গত ২৩ আগস্ট জয়পুরহাট সদর থানার দোগাছী ইউনিয়নের তেতুলতলী এলাকার বুজরুক ভারুনিয়া দাখিল মাদ্রাসায় প্রতিদিনের মতো ওই ছাত্রী ক্লাস করতে যায়। ক্লাসের সময় কারি শিক্ষক রেজাউল করিম অন্য ছাত্রছাত্রীদের চোখ ফাঁকি দিয়ে ওই ছাত্রীকে ডেকে নিয়ে জড়িয়ে ধরে যৌন নিপীড়ন করে। পরে ইবেতেদায়ী মওলানা তহিদুল ইসলামও তার সাথে একই ঘটনা ঘটায়। এরপর ওই ছাত্রী বাড়ি এসে তার মাকে বিষয়টি খুলে বলে। এদিকে অভিযোগ পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে থানায় মামলা হলে তাদের গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়।
অনলাইন ডেস্ক: