পাঁচবিবিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা: নাগরিক সেবা বৃদ্ধির প্রতি গুরুত্বারূপ
দেশের মানুষের জন্ম ও মৃত্যু সঠিক হিসাব নিবন্ধনের নিমিত্তে জয়পুরহাটের পাঁচবিবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে গত বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা অডিটেরিয়াম হলরুমে মতবিনিময় সভায় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মারুফ আবজাল রাজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।
উক্ত মতবিনিময় সভায় জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার পারভেজ, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হোসেন চৌধুরী, আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তাওহীদ, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান এস এম রবিউল আলম চৌধুরী পিন্টু, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, পাঁচবিবি পৌরসভার কাউন্সিলরবৃন্দ, ইউ.পি সচিবগণ, গ্রাম পুলিশ ও সুধীজন উপস্থিত ছিলেন।
পাঁচবিবি প্রতিনিধি