বগুড়া পৌরসভার ১০ ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ সমাবেশ: সরকারের পতন আন্দোলনকে জোরদার করার অঙ্গীকার
গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানি তেল, গণপরিবহণের ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় বিদ্যুতের লোডশেডিং এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বগুড়া পৌরসভার ১০ ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৮ আগস্ট রবিবার বিকেলে শহরের কলোনি এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। তিনি বলেন, বর্তমান দেশের অবস্থা নাজুক। সাধারণ মানুষেরা অনিশ্চিয়তার মধ্যে দিন যাপন করছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সারাদেশে হাহাকার চলছে। আওয়ামী লীগের লুটপাটকারীরা ছাড়া এ সরকারের অধীনে আর কেউই ভালো নেই। রেজাউল করিম বাদশা আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ২০১৪ সালে বিনাভোটে ক্ষমতায় এসেছে। ২০১৮ সালে ক্ষমতায় এসেছে দিনের ভোট রাতে ডাকাতি করে। এবার নতুন কৌশল অবলম্বন করে ভোট ডাকাতির স্বীকৃতিপ্রাপ্ত যন্ত্রে ভোট কেটে ক্ষমতায় আসতে চাচ্ছে। দেশের সাধারণ জনগণ তা কখনোই হতে দেবেনা। আমাদের এ আন্দোলন সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ইভিএম মেশিনে নয়, আগামী নির্বাচনে জনগণ নিজ হাতে ব্যালট পেপারে ভোট দেবে। নতুন কমিশনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন হতে হবে। এসময় তিনি অবৈধ সরকারের পতন নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়ে বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বাংলাদেশ কোন পথে যাবে, তার ফয়সালা হবে রাজপথে। এ সরকারকে এখন আর সময় দেওয়ার সুযোগ নেই।
সমাবেশে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুহিন ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. রাজু বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির সভাপতি এ্যাড হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবর রহমান লুলকা, শহর বিএনপির, সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ মিটন, সোলায়মান আলী, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজিব, ১২ নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মানিউর রহমান নান্নু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমূখ। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।