জয়পুরহাটে কৃষক লীগের শোক সভা ও দোয়া মাহফিল
জেলা কৃষক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় হত্যা দিবস স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল ২৯ আগষ্ট সোমবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কৃষক লীগের সভাপতি নারীও শিশু স্পেশাল পিপি এ্যাড. ফিরোজা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট।
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রেড ক্রিসেন্ট এর সাধারন সম্পাদক গোলাম হাক্কানী, সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জালাল সরকার, সদর উপজেলার আহবায়ক আনোয়ার হোসেন, দফতর সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাবেক কমিশনার রোজী বেগম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা কৃষক লীগের নেতাকর্মীদেরকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
অনলাইন ডেস্ক: