পাঁচবিবির কড়িয়া মাদ্রাসায় ডিজিটাল ল্যাবের কোর্স বাস্তবায়নে মতবিনিময় সভা
পাঁচবিবি উপজেলার আয়মা রসূলপুর ইউনিয়নের কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আওতায় শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে আইসিটি ও ভাষা কোর্স বাস্তবায়নে মতবিনিময় সভা ২৯ আগস্ট সোমবার দুপুরে মাদ্রাসা হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জাহিদুল আলম বেনু।
প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান খান। বক্তব্য রাখেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোঃ রেজাউল ইসলাম, উপজেলা সহকারি আইসিটি প্রোগ্রামার মোঃ ফয়সাল আলম, ধরঞ্জী মাদ্রাসার সুপুর মোঃ দেলোয়ার হোসেন, উচনা মাদ্রাসার সুপার মোঃ আব্দুল মালেক ইউপি সদস্য মুশফিকুর রহমান প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আনিছুর রহমান। মত বিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সদস্যা, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাঁচবিবি প্রতিনিধি: