বগুড়ার দুপচাঁচিয়ায় অটোভ্যান চালককে পায়ের রগ কেটে হত্যা: খুনিদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে

স্বজনদের আহাজারী

বগুড়ার দুপচাঁচিয়ায় হারুন ফকির (৪৫) নামে এক অটোভ্যান চালককে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত দুপায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। ২৯ আগষ্ট সোমবার দুপুরে উপজেলার কুশ্বহরকরমজি সড়কের পাশে কুশ্বহর গ্রামের ধানক্ষেত থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হারুন দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর বড়বাড়িয়া গ্রামের মৃত মঈন ফকিরের ছেলে। তিনি প্রায় পাঁচ বছর ধরে একই উপজেলার চামরুল ইউনিয়নের ঘাটমাগুড়া গ্রামে শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।

 

পুলিশ, স্বজন এলাকাবাসীরা জানান, রোববার বিকালে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেননি। সোমবার সকালে উপজেলার কুশ্বহর গ্রামের ধানক্ষেতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দুপুরে দুপচাঁচিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রায় তিন কিলোমিটার দূরে দুপচাঁচিয়াআক্কেলপুর সড়কের পাশে মাঠেরপুকুর এলাকায় তার অটো ভ্যান পাওয়া গেলেও চারটি ব্যাটারি ছিল না। স্থানীয়দের ধারণা, যাত্রীবেশে দুর্বৃত্তরা ব্যাটারি ছিনিয়ে নিতেই চালক হারুন ফকিরকে নৃশংসভাবে হত্যা করেছে। ওসি আবুল কালাম আজাদ জানান, ব্যাটারি ছিনতাই বা পূর্ব কোনো বিরোধের জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খুনিদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *