খুন ও গুম হওয়া ব্যক্তিদের স্মরণে জয়পুরহাট জেলা বিএনপির মানববন্ধন পালিত
খুন ও গুমের হওয়া ব্যক্তিদের স্মরণে আর্ন্তজাতিক দিবস পালন উপলক্ষে জয়পুরহাটে জেলা বিএনপির মানববন্ধন কর্মসুচী পালন করে। ৩০ আগষ্ট মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় ষ্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসুচীতে অংশগ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামসুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র ফজলুর রহমান, সদর থানা বিএনপি নেতা সেলিম রেজা ডিউকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান সরকার বিরোধী দল ও মতের লোকদের ধরে নিয়ে গিয়ে গুম-খুন করছে। প্রশাসনকে ব্যবহার করে তারা দেশে গুম-খুনের রাজত্ব কায়েম করছে। অবিলম্বে গুমের স্বীকার হওয়া ব্যাক্তিদের খুজে বের করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবী জানান তারা।