চার বছর পর ভারত থেকে জয়পুরহাট স্টেশনে এলো ২ হাজার ৪৫২ মেট্রিক টন গম
৪ বছর পর জয়পুরহাট স্টেশন ভারত থেকে ট্রেনে করে ২ হাজার ৪শ’৫২ মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে। ইতিমধ্যে জয়পুরহাট স্টেশনে গমগুলো আনলোড করা হয়েছে। গম আমদানি করেছে জয়পুরহাটের মেসার্স রেনু কন্সট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। ভারতের বিহার রাজ্য থেকে ২ হাজার ৪শ’৫২ মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে। ট্রেনের ৪২টি ওয়াগনে গম এসেছে। চার বছর পর ভারতে থেকে জয়পুরহাট ষ্টেশনে ৪২ টি ওয়াগন নিয়ে ট্রেন জয়পুরহাট ষ্টেশনে এসেছে। প্রত্যেক ওয়াগনে ৫০ টন গম আছে। স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান জানান, গমগুলো ভারতের রাধিকাপুর-দিনাজপুরের বিরল রেলপথ দিয়ে জয়পুরহাট স্টেশনে এসেছে। গম আমদানিতে সরকার ভাড়া পেয়েছে ৯ লাখ ৫৮ হাজার টাকা। গম আনলোড শেষে ট্রেনটি একই পথে ভারতে চলে যাবে। এদিকে বর্তমান বাজারে ৩৮ থেকে ৪২ টাকা কেজি দরে গম বিক্রি হচ্ছে। গম আমদানী হলে স্থানীয় বাজারে কিছুটা হলেও গমের দাম কমতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা
অনলাইন ডেস্ক: