জয়পুরহাটে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ৪টি প্রতিষ্ঠানের জরিমানা

জয়পুরহাটে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ও একটি প্রতিষ্ঠান সিল গালা করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু’র নেতৃত্বে ৩০ আগষ্ট মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জয়পুরহাট শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াাগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ ল্যাবের ফ্রিজে মাছ থাকায় শহরের আনার কলি ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারকে  ৫ হাজার টাকা জরিমানাসহ ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়েছে। এ ছাড়া পদ্মা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ ৫ হাজার টাকা জরিমানা, শাদমান ক্লিনিককে ৫ হাজার টাকা ও গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, ১৯৮২/১৩ এ ধারা মোতাবেক ‘বেসরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও উন্নত পরিবেশ তৈরি করতে আমাদের এ অভিযান করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ নিবন্ধন ছাড়া কাউকে প্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া বা চিকিৎসার নামে কাউকে বাণিজ্য করতে দেওয়া হবে না বলেও জানান তিনি। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনার সহযোগীতা করেন জয়পুরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তুলশী চন্দ্র রায়, সিভিল সার্জন অফিসের (এমওসিএস) জোবায়ের মো: আল ফয়সালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *