দ্রব্যমূলের উর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের উর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ৩০ আগস্ট মঙ্গলবার বিকেলে সদর উপজেলার দোগাছী ইউনিয়ন বিএনপির আয়োজনে কুঠিবাড়ী ব্রীজ থেকে মিছিলটি বের করা হয়। মিছিল শেষে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম। দোগাছী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফেরদৌস হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালিদ হোসেন চৌধুরী ফাহিম, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম, সাবেক সহ সভাপতি এ্যাড. রুহুল আমিন ফারুক, জেলা যুবদলের সদস্য বেলায়েত হোসেন বেনু ও জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মাহফুজ শুভ।