‘বেগম ফজিলাতুন্নেসা মুজিব’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় জয়পুরহাট জেলা পর্যায়ে কালাইয়ের সায়িম প্রথম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে গণগ্রন্থাগার অধিদপ্তর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জেলা সরকারি গণগ্রন্থাগার, জয়পুরহাট। উক্ত রচনা প্রতিযোগিতায় জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলায় অবস্থিত ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির দশম শ্রেণির ছাত্র মোঃ সামিউল হক সায়িম অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে। সায়িমের রচনার বিষয় ছিলো ‘বেগম ফজিলাতুন্নেসা মুজিব’ শব্দসীমা ছিল ১২০০ এবং গ্রুপ ‘খ’ শ্রেণি- নবম থেকে দ্বাদশ। সায়িম এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখে।

গত ৩১/০৮/২০২২ তারিখে জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ রোকনুজ্জামান। মোঃ সামিউল হক  সায়িমকে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন জয়পুরহাট লাইব্রেরি এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মুহ. কাওছার আলম, ভ্রাম্যমাণ লাইব্রেরি জয়পুরহাট ইউনিট, বিশ্বসাহিত্য কেন্দ্র এর লাইব্রেরি কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম সহ প্রমুখ।

কালাই প্রতিনিধিঃ

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *