জয়পুরহাটে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: রাজপথে আন্দোলন সংগ্রাম জোরদার করার প্রত্যয়

জয়পুরহাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা বিএনপির কার্যালয়ে সকাল ৮ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান প্রমুখ। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ষ্টেশন রোড থেকে এক বিরাট র‌্যালী বের হয়ে নতুনহাট দিয়ে জেলা অফিসে শেষ হয়। আলোচনা সভায় বক্তারা বলেন এই দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের অধিনায়ক সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়উর রহমান। তাকে নানা ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে কিন্তু বাংলাদেশ যতদিন থাকবে, জিয়া ততদিন বাংলার ধানের শীষে মিশে থাকবে। এই দলকে নিশ্চি‎‎‎হ্ন করার চেষ্টা করে কোন লাভ হয়নি, ফিনিক্স পাখির মত আবার জেগে উঠেছে। রাজপথে আন্দোলন সংগ্রাম করে অবৈধ সরকারের পতন ঘটিয়ে র্নিদলীয় তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন করে ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ।

মাশরেকুল আলম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *