বাস ভাড়া কমেছে প্রতি কিলোমিটারে ৫ পয়সা

বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা কমেছে। দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ২০ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া আগের মতো বাসে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে গত বুধবার অনুষ্ঠিত এক সভায় ভাড়া কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে নতুন ভাড়ার এ ঘোষণা দেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে। এছাড়া আগামী ১০-১৫ দিনের মধ্যে ঢাকার পাঁচটি সড়কে পরীক্ষামূলকভাবে ই-টিকিটিং চালু হচ্ছে বলেও জানান তিনি। বৈঠক সূত্রে জানা গেছে, প্রতি লিটার জ্বালানি তেলের দাম ৫ টাকা কমার হার বিবেচনায় ভাড়া কমানোর সিদ্ধান্ত হয়েছে। যদিও সম্প্রতি ভাড়া বাড়ানোর সময়ে বাস পরিচালনা সংক্রান্ত ১২ ধরনের ব্যয় বিশ্লেষণ করা হয়েছিল। ওইসব ব্যয় ধরে ভাড়া বাড়ানো হয়।

অনলাইন ডেস্ক:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *