রংপুরের নবাগত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)’র নবাগত পুলিশ কমিশনার নুরে আলম মিনা, বিপিএম বার, পিপিএম এর সাথে রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেনিক্স মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিসময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন পুলিশ লাইন্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতেই পুলিশ কমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকলের আত্মত্যাগকে গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এর পরই উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচয় বিনিময় হয়। এসময় সাংবাদিকরা তাদের বক্তব্যে রংপুর মহানগরীর বিদ্যমান সমস্যা ও এব্যাপারে করণীয়সহ নগরীর বিদ্যমান বিভিন্ন অপরাধ এবং আইন-শৃংখলা, মাদক, চুরিসহ সার্বিক পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থার বিদ্যমান সমস্যা সম্পর্কে সম্যক ধারণা তুলে ধরেন এবং এ ব্যাপারে যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
নবাগত পুলিশ কমিশনার তার বক্তব্যে, রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের পর থেকে গত চার বছরে রংপুর মেট্রোপলিটন পুলিশের অদম্য অগ্রযাত্রায় সাংবাদিকসহ সকল স্তরের মানুষের অবদানের কথা তুলে ধরেন। এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশকে একটি সেবামুখী প্রতিষ্ঠান। মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চলমান কার্যক্রম জোরদারকরণ এবং যুগোপযোগী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে মহানগরীর সকল স্তরের জনগণকে সাথে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি জঙ্গি, সন্ত্রাস, রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকান্ড এবং মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সম্মানিত নগরবাসীর প্রতি আহবান জানান। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মেহেদুল করিম পিপিএম এবং সকল উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।
তাজিদুল ইসলাম লাল, রংপুর থেকে