১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী: প্রত্যক্ষ নেতৃত্ব থেকে বঞ্চিত দলটি

১ সেপ্টেম্বর দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৪৫ বছরে পা রাখা দলটি তাদের মতে সবচেয়ে সংকটময় মুহূর্ত পার করছে এখন। এক যুগের বেশি সময় ধরে নানা চড়াই উতরাইয়ের মধ্যেও রাজনৈতিকভাবে টিকে থাকার চেষ্টা করছে। রাজপথে সক্রিয় হওয়ার পাশাপাশি জনগণের পাশে থাকতে নানা কর্মসূচি দিচ্ছে। ক্ষমতাসীনদের হাতে প্রতিষ্ঠিত বিএনপি এর আগেও ক্ষমতার বাইরে বিভিন্ন সময়ে নানা বিপর্যয়ের মুখোমুখি হয়।

১৯৭৮ সালের সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৪ বছরের মধ্যে পাঁচ বার সরকারে গেলেও এবারই সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতার বাইরে আছে বিএনপি। সাংগঠনিক দুর্বলতার পাশাপাশি মামলাহামলা গ্রেফতারে নেতাকর্মীদের নাজেহাল অবস্থা। দলটির শীর্ষ দুই কান্ডারি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিদেশে অবস্থানের কারণে তাদের প্রত্যক্ষ নেতৃত্ব থেকে বঞ্চিত হচ্ছে দলটি। সব মিলিয়ে কঠিন এক সংকটকাল অতিক্রম করছে বিএনপি। এমন পরিস্থিতিতে উদযাপিত হচ্ছে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

অনলাইন ডেস্ক:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *