রংপুরে ডাকাত দলের ১১ সদস্য আটক: ওষুধ খাইয়ে অচেতন করে ডাকাতি করত তারা

রংপুরে আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব। ওষুধ খাইয়ে অচেতন করে ডাকাতি করত তারা। এছাড়া ডাকাতিতে তারা সিন্ডিকেট গড়ে তুলেছিল বলেও জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার বিকেলে র‌্যাব-১৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো: মোজাম্মেল হক সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, আন্তজেলা ডাকাত চক্রের সদস্যরা ওষুধ খাইয়ে অচেতন করে ডাকাতি করতো। তারা সিন্ডিকেট গড়ে তুলেছিল। তাদেরকে ৩০ আগস্ট দিবাগত রাতে দিনাজপুরের কাহারোলে ইটভাটায় অস্ত্রের মুখে নৈশ প্রহরীকে আটকে রেখে ডাকাতির সময় আটক করা হয়। এ সময় ডাকাতি করা সাতটি ব্যাটারি, নগদ দু’লাখ টাকা, একটি ট্রান্সফরমার, একটি হাইড্রোলিক জ্যাক ও ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস এবং ‍বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটকরা হলেন শাহীন, দুলাল, সাজ্জাদ, রেজাউল, সিফাজুল, ফারুক, আবু বকর সিদ্দিক, শরিফুল ইসলাম,ভুট্টো, আল আমিন, সালাম। এদের বাড়ি রংপুর, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম, জামালপুর, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায়।

রংপুর প্রতিনিধি:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *