জয়পুরহাটে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং: পাঁচটি উপজেলায় প্রায় ৬০ হাজার টিসিবি কার্ডধারি সুবিধা পাবেন
জয়পুরহাটে ওএমএসের চাল বিক্রি সংক্রান্ত প্রেস ব্রিফিং শেষে ওএমএস কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর বৃহ¯পতিবার সকাল সাড়ে ৯টায় জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম বক্তব্য রাখেন। জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, জয়পুরহাটের পাঁচটি উপজেলায় মোট ৫৯ হাজার ৪শ’৭৫ জন টিসিবি কার্ডধারি ও ওএমএস এর ডিলার হতে মাসে দুইবার ১০ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। জয়পুরহাট জেলায় ২০জন ওএমএস ডিলার প্রতিদিন দুই মেট্রিক টন করে মোট ৪০ মেট্রিক টন চাল, প্রতি কেজি ৩০ টাকা দরে সপ্তাহে ৫দিন সাধারণ ক্রেতা ও টিসিবি কার্ডধারীর কাছে বিক্রি করবেন।
এ ছাড়াও খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় জয়পুরহাট ৩৭ হাজার ৭৬ জন ভোক্তার প্রত্যেকের জন্য মাসিক ৩০ কেজি করে ১ হাজার ১শ’ ১২ দশমিক ২৮ মেট্রিক টন চাল বিতরণ (বিক্রয়) করা হবে। এসময় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, কোষাধ্যক্ষ, দৈনিক বণিক বার্তা প্রতিনিধি মাশরেকুল আলম, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, মোয়াজ্জেম হোসেন, শামিম কাদির প্রমুখ। প্রেস ব্রিফিং শেষে জেলা প্রশাসক জয়পুরহাট শহরের পূর্ব বাজার এলাকায় একটি কেন্দ্রে ওএমএস চাল বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার পারভেজ, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা, সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান আল মাহমুদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সিদ্দিকিয়া।