ক্ষেতলাল পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ
জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার নব-নির্বাচিত মেয়র সিরাজুল ইসলাম সরদারসহ সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলররা বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌরসভা কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আনোয়ার পারভেজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এর নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, জেলা আওয়ামী লীগের সদস্য তাইফুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মহিউদ্দীন, স্বপন কুমার রায়সহ জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পূর্বে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী মেয়র ও কাউন্সিলরদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। শেষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ক্ষেতলাল প্রতিনিধি: