জয়পুরহাটে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জয়পুরহাটে যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বিকেলে খঞ্জনপুর বাজার স্পোটিং ক্লাবের উদ্যোগে মিশন মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নূরে আলম। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরর্শেদ লেবু, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসেন মন্টু, পৌর কাউন্সিলর সাহেদুল আহসান সোহেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন। মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় তুলশীগঙ্গা ফুটবল একাদশ ৮-৭ গোলে ফুলবাড়ী আধিবাসী একাদশকে পরাজিত করে। বিপুলসংখ্যক দর্শকখেলা উপভোগ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, যারা খেলাধুলা করেন, তাদের মন ভালো থাকে, তারা শান্তিতে থাকেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন। অতিথিবৃন্দ সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান।

মাশরেকুল আলম

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *