বগুড়ায় টিএমএসএস ও পিএইচপি গ্রুপের উদ্যোগে মতবিনিময় অনুষ্ঠিত
গত ২ সেপ্টেম্বর শুক্রবার হোটেল মম ইন বগুড়ায় সকাল ১১ টায় টিএমএসএস এর সাথে পিএইচপি গ্রুপের মতবিনিময় অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাসুদুর রহমান মিলন (সিআইপি), বিসিএল গ্রুপের এমডি টি এম আলী হায়দার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা. মোঃ মতিউর রহমান, উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খানসহ বিভিন্ন বিভাগের প্রধান ও পিএইচপি গ্রুপের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বগুড়া অফিস: