বগুড়া পৌরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ সমাবেশ
গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানি তেল, গণপরিবহণের ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় বিদ্যুতের লোডশেডিং এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বগুড়া পৌরসভার ০১ ও ০৩ নম্বর ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের হাকির মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে ০১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ময়নুল ইসলাম উজ্জ্বল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি বলেন, রাজপথে আন্দোলন করতে গিয়ে নারায়ণগঞ্জের শাওন, ভোলার নুরে আলম ও রহিম জীবন দিয়ে গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছেন।
তাদের রক্ত বৃথা যাবে না। রাজপথেই এর ফয়সালা হবে। সমাবেশে ০১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও ০৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইনুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল বাছেদ, শহর বিএনপির সাবেক আহ্বায়ক মশিউর রহমান শামীম, বগুড়া পৌরসভার ০১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ মো. মেহেদি হাসান হিমু, শহর যুবদলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম ডালু, ইনছান আলী, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, বগুড়া শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ মিটন, সোলায়মান আলী, ০১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোরশেদুল কবির শেখ, ০৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ রিপন প্রমূখ। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।
বগুড়া অফিস: